সিলেটে আটাব-এর সাথে সচিবের মতবিনিময়
চাহিদা বেড়ে যাওয়ায় সিলেট-জেদ্দা ও সিলেট-মদিনা বিমান রুটে অতিরিক্ত ফ্লাইট চালুর দাবি উঠেছে। পাশাপাশি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের আধুনিকায়ন কাজ দ্রুততম সময়ে শেষ করার পরামর্শ দিয়েছেন সিলেটের ট্রাভেল ব্যবসায়ীরা।
এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) কেন্দ্রীয় ও সিলেট অঞ্চলের উদ্যোগে ‘ভ্রমণ ও পর্যটন উন্নয়ন : ট্রাভেল এজেন্টদের ভূমিকা’ শীর্ষক সভায় বক্তারা আলোচকরা এসব দাবি জানান। মঙ্গলবার বিকেলে নগরীর একটি অভিজাত হেেেটলে আয়োজিত এ মতবিনিময়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন-বেসামরিক বিমান ও পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ নাসরীন জাহান। আটাব কেন্দ্রীয় সভাপতি আবদুস সালাম আরেফের সভাপতিত্বে ও মহাসচিব আফসিয়া জান্নাত সালেহর সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণাণয়ের অতিরিক্ত সচিব আব্দুন নাসের এবং মো. আনিসুর রহমান।
মতবিনিময় সভায় আটাব সিলেটের নেতৃবৃন্দ বলেন, পর্যটন খাতে সবগুলো উপাদান বিদ্যমান থাকা সত্বেও সিলেটে এ খাত নানা সমস্যায় ধুকছে। এজন্য অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, নিরাপত্তাহীনতা, পর্যটন স্পটগুলোতে স্যানিটেশনের সুব্যবস্থা না থাকাকে দায়ী করেন তারা। পর্যটন খাতকে প্রসারিত করতে সিলেটের এসব সমস্যা সমাধানের পাশাপাশি ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করতে হবে। বিশেষ এ বিমানবন্দরে বাংলাদেশ বিমান ছাড়া অন্যান্য বিদেশী বিমানের ফ্লাইট উঠা-নামার ব্যবস্থা করার দাবি জানান তারা। তারা ট্রাভেল এজেন্সি সংশ্লিষ্টদের পর্যটন সংক্রান্ত প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণে বেসামরিক বিমান ও পরিবহন ও পর্যটন মন্ত্রণাণয়ের হস্তক্ষেপ কামনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান ও পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ নাসরীন জাহান বলেছেন, পর্যটন শিল্প সমৃদ্ধ অর্থনীতির জন্য সহায়ক ভূমিকা পালন করে। সিলেট অঞ্চলে অনেক পর্যটন স্পট রয়েছে, যা পর্যটকদের ভ্রমণে উৎসাহিত করে। এ খাতকে এগিয়ে নিতে ট্রাভেল এজেন্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। তিনি বলেন, আমরা আমাদের ট্যুরিজমকে ব্র্যান্ডিং করতে চাই। যাতে করে দেশের সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতিকে আরো বেশী করে তুলে ধরা যায়। এতে করে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি হবে। পর্যটন খাতে সিলেটে বিরাজমান সমস্যাসমূহ সমাধানের আশ্বাস দেন তিনি।
সচিব মিজ নাসরীন জাহান আরো বলেন, বৈশ্বিক প্রবণতার সঙ্গে তাল মেলাতে অনলাইন ট্রাভেল এজেন্ট (ওটিএ) চালু হয়েছে। তবে, ওটিএ’র অসম প্রতিযোগিতা বন্ধে একটি নীতিমালা হচ্ছে। নীতিমালার আলোকে ওটিএ’র বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। এর ফলে ট্রাভেল এজেন্সির কার্যক্রম আরো স্বচ্ছ হবে বলে মন্তব্য করেন তিনি।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত সচিব আব্দুন নাসের বলেন, পর্যটন এলাকা হিসেবে সিলেটের আলাদা বৈশিষ্ট্য রয়েছে। যার কারণে কক্সবাজারের চেয়েও সিলেটের প্রতি লোকজন বেশী আকৃষ্ট হচ্ছেন। এ খাতকে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ নেয়া হয়েছে। সিলেটের সমস্যাগুলো সমাধানে স্থানীয় প্রশাসনকে সাথে নিয়ে কাজ করতে আটাব নেতৃবৃন্দকে পরামর্শ দেন তিনি। তিনি সিলেটে পর্যটন মেলা করার ওপর জোর দেন।
মতবিনিময় সভায় আটাব সিলেট অঞ্চলের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সভাপতি মো. জিয়াউর রহমান খান রেজওয়ান, সচিব রুশো চৌধুরী, মোতার হোসেন বাবুল, আব্দুল জব্বার জলিল, খন্দকার সিপার আহমদ, জহিরুল কবির চৌধুরী শিরু, আব্দুল কুদ্দুস, গিয়াস উদ্দিন, সাংবাদিক আফতাব চৌধুরী, মোজাম্মেল হোসেন, আব্দুল হামিদ, আব্দুল কাদির, আতাউর রহমান প্রমুখ। অনুষ্ঠান শুরুতে কোরআন তেলাওয়াত করেন আবুল কালাম আজাদ।
আটাব সভাপতি আবদুস সালাম আরেফ সিলেট অঞ্চলে যে কোন একটি পর্যটন কেন্দ্রে সরকার প্রদত্ত স্থানে আটাবের অর্থায়নে ও ব্যবস্থাপনায় একটি রেষ্ট রুম নির্মাণের ঘোষণা প্রদান করেন। এছাড়াও আটাব অঞ্চলের পর্যটনকে বিশ্বব্যাপী প্রচার ও প্রসারের লক্ষ্যে আটাব থেকে সিলেটে একটি পর্যটন মেলা আয়োজন করার কথা জানান।
