মঙ্গলবার , ২৫ জুলাই ২০২৩, ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ১:১১
আজকের সর্বশেষ সবখবর

বিচারপতিকে মাই লর্ড না বলতে হাইকোর্টের বেঞ্চের নির্দেশ

ডেস্ক রিপোর্ট
জুলাই ২৫, ২০২৩ ১:০৩ অপরাহ্ণ
Link Copied!

আদালতে মামলা শুনানির সময় বিচারপতিকে ‘মাই লর্ড’ বা ‘ইওর লর্ড শিপ’ না বলে ‘ইওর অনার’ বা ‘স্যার’ সম্বোধন করতে নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন হাইকোর্টের একটি বেঞ্চ। আজ মঙ্গলবার (২৫ জুলাই) বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি একেএম জহিরুল হকের বেঞ্চ থেকে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।

এর আগে বিচার চলাকালে এই বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি বলেন, ‘দাসত্বের সময় নেই, প্রভুরা চলে গেছে। আজ থেকে মাই লর্ড/লর্ড শিপ নয়, ইওর অনার বা স্যার সম্বোধন করবেন।’

এ সময় উপস্থিত সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান বলেন, ‘এটা সম্মানার্থে।’ আদালত বলেন, ‘ইওর অনার বা স্যার সম্বোধন করলেও আমরা সম্মানিত বোধ করব।’

পরে ওই আদালতকক্ষের বাইরে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি সেঁটে দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।