স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর কোর্ট পয়েন্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত ১ দফা কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও শিক্ষার্থীরা অবস্থান নিলে একই সময়ে ছাত্রলীগের নেতাকর্মীদের ও নগরীর জিন্দাবাজার পয়েন্টে অবস্থান নিতে দেখা যায়। বেলা গড়াতে থাকলে উভয়পক্ষের অবস্থান কর্মসূচি সংঘর্ষে রূপ নেয়। বেলা আনুমানিক ১ ঘটিকার দিকে জিন্দাবাজার পয়েন্টের দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও শিক্ষার্থীরা জিন্দাবাজারের দিকে অগ্রসর হতে থাকলে এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে হঠাৎ পেছন দিক থেকে ছাত্রদলের নেতা কর্মীরা জিন্দাবাজার পয়েন্টে অবস্থানরত ছাত্রলীগের নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালায়। এতে ছাত্রলীগের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে খবর পাওয়া যায়।
খোঁজ নিয়ে জানা যায় যে, আহত ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে এম.সি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মো: ফয়জুল বারী দিনার, ছাত্রলীগ নেতা কামরুল, একই কলেজের শিক্ষার্থী হাসান ও নাজমুল সহ অন্তত ২০ জন। আহতদের তাদের সহকর্মীরা উদ্ধার করে নগরীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।
হাসপাতালে সিলেটের সকাল পত্রিকা থেকে চিকিৎসকদের সাথে সাক্ষাৎ করে আহতদের চিকিৎসার তথ্য জানতে চাইলে হাসপাতালের চিকিৎসক ডা. আব্দুল্লাহ ইউসুফ জামিল জানান, আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর ছিল। ধারালো অস্ত্রের আঘাতের ফলে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আমরা চিকিৎসা চালিয়ে যাচ্ছি রোগীদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে, আশা আমরা তারা দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের নামে যারা মানুষের জানমালের উপর হামলা করে তাদেরকে শীঘ্রই আইনের আওতায় আনা হবে, আমরা সংবাদ পেয়েছি বিএনপি ও জামায়াতের লোকদের সম্পৃক্ততায় বৈষম্যবিরোধী আন্দোলনের নামে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর হামলা করা হয়েছে, আমরা বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
