নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতকে হারিয়ে ফাইনালে পা রেখেছে অস্ট্রেলিয়া নারী দল। ১৭৩ রানের টার্গেট দিয়ে অজিদের জয় ৫ রানে। আগামী রোববার (২৬ ফেব্রুয়ারি) শিরোপা নির্ধারণী ম্যাচে খেলতে নামবে তারা। সেমিফাইনালে ব্যাট হাতে ৩১ ও বল হাতে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন অ্যাশলে গার্ডনার।
রান তাড়া করতে নেমে একের পর এক উইকেট হারাতে থাকে ভারত। দলীয় ১১ রানে শেফালি ভার্মা, ১৫ রানে স্মৃতি মান্ধানা বিদায় নেন দুই অজি বোলারের ওভারে। ইয়াস্তিকা ভাটিয়াও কাজের কাজ কিছুই করতে পারেননি।
এই তিনজনের মধ্যে সর্বোচ্চ ৯ রান করেন ভার্মা। এরপর হাল ধরেন জেমাইমা রদ্রিগেজ ও হারমানপ্রিত কাউর। আগ্রাসী ব্যাটিংয়ে ম্যাচের মোড়ই ঘুরিয়ে দিয়েছিলেন তারা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।