রবিবার , ১ ডিসেম্বর ২০২৪, ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ১১:২৪

তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে সিলেটের দুটি মামলা খারিজ

সিলেটের সকাল রিপোর্ট
ডিসেম্বর ১, ২০২৪ ৫:৩৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে ২০১৪ সালে রাষ্ট্রদ্রোহের অভিযোগে বিএনপি তারেক রহমানের বিরুদ্ধে দুই ছাত্রলীগ নেতার দায়েরকৃত দুটি মামলা বাদি উপস্থিত না হওয়ায় খারিজ করেছেন আদালত। রোববার সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক ছগির আহমদ এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পিপি আবু ফাহাদ। তিনি জানান, ২০১৪ সালে রাষ্ট্রদ্রোহের অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে দুই ছাত্রলীগ নেতার দায়েরকৃত দুটি মামলা বাদি উপস্থিত না হওয়ায় রোববার খারিজ করেছেন আদালত।

উল্লেখ্য, ২০১৪ সালে সিলেট মহানগর পুলিশের শাহপরান (র.) থানায় মামলা দুটি করেন সিলেট জেলা ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরী ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তৎকালীন সভাপতি শামীম মোল্লা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।