মঙ্গলবার , ২০ মে ২০২৫, ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:১২
আজকের সর্বশেষ সবখবর

কিবরিয়া হত্যা মামলায় তিন পুলিশসহ ৭ জনের স্বাক্ষ্যগ্রহণ

সিলেটের সকাল রিপোর্ট
মে ২০, ২০২৫ ৮:১৪ অপরাহ্ণ
Link Copied!

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় তিন পুলিশ সদস্যসহ সাক্ষ্য দিয়েছেন সাতজন। মঙ্গলবার দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকারের আদালতে এই স্বাক্ষ্য দেন তারা। এছাড়া এদিন সাবেক মন্ত্রী ও আওয়ামীলীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তকে হত্যাচেষ্টা মামলায় স্বাক্ষ্যগ্রহণ থাকলেও কোনো সাক্ষী আদালতে উপস্থিত ছিলেন না। যার কারণে রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করলে আদালত মামলা দুটির সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করেন আগামী ২৭ মে।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আবুল হোসেন। তিনি বলেন, কিবরিয়া হত্যা মামলায় আজ ৩ জন পুলিশ সদস্য সহ ৭ জন সাক্ষ্য দিয়েছেন। এছাড়া এদিন সুরঞ্জিত সেনগুপ্ত হত্যাচেষ্টা মামলায় কোনো স্বাক্ষী না আসায় আদালতের কাছে সময় চাওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, মামলার জামিনে থাকা আসামিদের মধ্যে অসুস্থতার কারণ দেখিয়ে সময় চেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। আর জামিনে থাকা সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জি কে গউছ ও কারাগারে থাকা অন্য আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যেরবাজারে এক জনসভা শেষে বের হওয়ার সময় গ্রেনেড হামলায় আহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া। পরে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। ওই হামলায় তাঁর ভাতিজা শাহ মঞ্জুরুল হুদাসহ আরও চারজন নিহত হন এবং অন্তত ৭০ জন আহত হন। এই মামলায় ১৭৩ সাক্ষীর মধ্যে এখনপর্যন্ত প্রায় ৮০ জন সাক্ষ্য দিয়েছেন।

এদিকে ২০০৪ সালের ২১ জুন সুনামগঞ্জের দিরাই বাজারে সুরঞ্জিতের নির্বাচনী এলাকায় এক সমাবেশে গ্রেনেড হামলা হয়। এতে যুবলীগের এক কর্মী নিহত হন এবং আহত হন ২৯ জন। অল্পের জন্য বেঁচে যান সুরঞ্জিত সেনগুপ্ত। ওই ঘটনায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা হয়। ২০২০ সালের ২২ অক্টোবর লুৎফুজ্জামান বাবর, আরিফুল হকসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এ মামলায় ১২৩ সাক্ষীর মধ্যে ৫৮ জন এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।