সোমবার , ১৬ ডিসেম্বর ২০২৪, ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ১২:৫২

এমসি কলেজে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাংলা বিভাগ

লবীব আহমদ
ডিসেম্বর ১৬, ২০২৪ ৬:০৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে বিজয় দিবস আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা- ২০২৪ এ চ্যাম্পিয়ন হয়েছে বাংলা বিভাগ। আজ সোমবার (১৬ই ডিসেম্বর) কলেজের ভলিবল মাঠে গণিত বিভাগকে ২-১ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলা বিভাগ। এনিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলা বিভাগ।

কলেজ সূত্রে জানা যায়, বাংলা বিভাগ তাদের প্রথম ম্যাচে অর্থনীতি বিভাগকে, দ্বিতীয় ম্যাচে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগকে ও তৃতীয় ম্যাচে উদ্ভিদবিদ্যা বিভাগকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পৌঁছে। পরে রোববার দ্বিতীয় সেমিফাইনালে রাষ্ট্রবিজ্ঞান বিভাগকে হারিয়ে ফাইনালে উঠে বাংলা বিভাগ। আর সোমবার ফাইনালের প্রথম সেটে হারলেও পরের ২ সেটে জিতে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় বাংলা বিভাগ।

এর আগে গণিত বিভাগ রোববার প্রথম সেমিফাইনালে ইংরেজি বিভাগকে হারিয়ে ফাইনালে উঠে। ফাইনালে বাংলা বিভাগের সাথে তারা পরাজিত হয়। ফাইনালে জিতলে তারা টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করতো। কিন্তু, তাদের হারিয়ে পূর্বে টানা ২ বার জয়ী বাংলা বিভাগ কলেজের সর্বোচ্চ ৩ বার ভলিবলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল খেলায় বাংলার পক্ষে মাঠে খেলেন আকাশ শর্মা, নাজমুস সাকিব, বিপ্রজিত, ফাহাদ, প্রতিক সিংহ ও আফ্রিদি।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ, উপাধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন, শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

৮ ডিসেম্বর শুরু হওয়া এই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ ও ফাইনালে ধারাভাষ্য দেন কলেজের শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক ও উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক শাহনাজ বেগম।

এছাড়া উপস্থিত ছিলেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর পান্না বসু, অবসরপ্রাপ্ত প্রফেসর ড. সাহেদা আখতার, বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ বিলাল উদ্দিন, শেখ মো. নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক অঞ্জনা রাণী দে, জিনি বেগম, মো. জাহেদুজ্জামান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।