পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সারাদেশের ন্যায় সিলেট অঞ্চলেও জনসাধারণের নিকট নতুন নোট ও ধাতব মুদ্রা বিনিময়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আগামী ৯ এপ্রিল ২০২৩ হতে ১৭ এপ্রিল ২০২৩ পর্যন্ত প্রতি কর্মদিবসে বাংলাদেশ ব্যাংক সিলেট এর নির্ধারিত দুটি কাউন্টারসহ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড দক্ষিণ সুরমা শাখা, এক্সিম ব্যাংক লিমিটেড, শাহপরান শাখা, পূবালী ব্যাংক লিমিটেড, দরগাহ গেইট শাখা এবং জনতা ব্যাংক লিমিটেড, কুমারগাঁও শাখা হতে নতুন নোট ও মুদ্রা বিতরণ করা হবে।
বাংলাদেশ ব্যাংকের যুগ্ম ব্যবস্থাপক ( কারেন্সি) মোঃ জামাল উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।