ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত মৌসুমে মুস্তাফিজুর রহমানদের দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দিয়েছিলেন ভারতের উইকেটরক্ষক ব্যাটার রিশভ পন্ত। গাড়ি দুর্ঘটনার কবলে পড়ায় এ মৌসুমে আর খেলতে পারছেন না তিনি। তার পরিবর্তে আসন্ন মৌসুমে ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়কের দায়িত্ব পেয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনার ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার।
গত বছরের ৩০ ডিসেম্বর দিল্লি-দেরাদুনের রুরকিতে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন রিশভ পন্ত। প্রাণঘাতী সেই দুর্ঘটনার পর এখন রিকভারির চেষ্টা করছেন তিনি। পুরোপুরিভাবে সেরে উঠতে তার আরও সময় লাগবে। যে কারণে ওয়ার্নারকে নতুন অধিনায়ক হিসেবে নিয়োগ দিল দিল্লি ফ্র্যাঞ্চাইজি।
৩৬ বছর বয়সী ওয়ার্নারের টি-টোয়েন্টি লিগে অধিনায়কত্বের বিশাল অভিজ্ঞতা রয়েছে। তিনি সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়কত্ব করেছেন ৪ বছরেরও বেশি সময় ধরে। হায়দরাবাদ ২০১৬ সালে ওয়ার্নারের অধিনায়কত্বে শিরোপা জিতেছিল।
আইপিএলের ২০২১ মৌসুমে খারাপ পারফরম্যান্সের কারণে তাকে ছেড়ে দেয় হায়দরাবাদ। এরপর দিল্লি ক্যাপিটালস ডেভিড ওয়ার্নারকে তাদের দলে অন্তর্ভুক্ত করে।