বৃহস্পতিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৪, ২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ১:০৬

অবসরের ঘোষণা দিলেন সাকিব

ডেস্ক রিপোর্ট
সেপ্টেম্বর ২৬, ২০২৪ ৩:১৮ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ক্রিকেটের দুই সংস্করণ থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। দেশের মাঠে আগামী মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টই হবে সাকিবের শেষ টেস্ট ম্যাচ।

কানপুরে আগামীকাল সিরিজের দ্বিতীয় টেস্ট খেলবে বাংলাদেশ-ভারত। সেই টেস্টের আগে আজ সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘যেটা মনে হয়েছে, সামনের হোম সিরিজ আমার শেষ সিরিজ হবে৷ এভাবে ফারুক ভাই (বিসিবি সভাপতি) ও নির্বাচকদের সঙ্গে কথা হয়েছে ৷ মিরপুর টেস্ট (অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) হবে আমার শেষ টেস্ট ৷ বিশেষ করে টেস্টে। বোর্ড চেষ্টা করছে এটা কীভাবে সুন্দর করে আয়োজন করতে পারে। দেশে যাতে নিরাপদে খেলতে পারি ৷ দেশ থেকে যেন নিরাপদে বেরও হতে পারি।’

টেস্টের পাশাপাশি টি-টোয়েন্টি থেকেও নিজেকে সরিয়ে নিলেন সাকিব। বাংলাদেশের বাঁহাতি অলরাউন্ডার বলেন, ‘এখন নিজেকে টি-টোয়েন্টির জন্যও দেখছি না ৷ সে হিসেবে মনে করতে পারেন এই দুই সংস্করণে (টেস্ট ও টি-টোয়েন্টি) নিজের শেষ দেখছি।’

২০০৭ থেকে ২০২৪ পর্যন্ত সাকিব খেলেছেন ৭০ টেস্ট। ৩৮.৩৩ গড়ে করেছেন ৪৬০০ রান। করেছেন ৫ সেঞ্চুরি ও ৩১ ফিফটি। সবশেষ সেঞ্চুরি পেয়েছেন ২০১৭ সালে কলম্বোর পি সারা ওভালে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।