বুধবার , ২৩ এপ্রিল ২০২৫, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ১০:৪৪

সুবিধাবঞ্চিত শিশুদের জীবনমান উন্নয়নে ‘ডোনেশন ম্যাচিং’ ক্যাম্পেইন চালু করেছে এমিরেটস

ডেস্ক রিপোর্ট
এপ্রিল ২৩, ২০২৫ ৬:০২ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বব্যাপী শিশুদের স্বাস্থ্য ও কল্যানের কাজে নিয়োজিত ১৩টি তৃণমূল এনজিও’কে অধিকতর সহায়তা প্রদানের লক্ষ্যে এমিরেটস এয়ারলাইন ‘ডোনেশন ম্যাচিং’ ক্যাম্পেইনের উদ্বোধন করেছে। দশ হাজার মার্কিন ডলার বা তার সমমান অর্থ পর্যন্ত যেকোন মুদ্রায় প্রদত্ত অনুদানের বিপরীতে এমিরেটস এয়ারলাইন ফাউন্ডেশন সমপরিমান অর্থ প্রদান করবে।

প্রতিটি এমিরেটস ফ্লাইটে অনুদান এনভেলপ রাখা হবে এবং যাত্রীরা যেকোন পরিমাণ অর্থ যেকোন মুদ্রায় এই এনভেলপে ঢুকিয়ে যথাযথভাবে সীল করে কেবিন ক্রুদের হস্তান্তর করতে পারবে। ক্রেডিট অথবা ডেবিট কার্ডের মাধ্যমে অনুদান প্রদান করা যাবে। এমিরেটস এয়ারলাইন ফাউন্ডেশনের স্বতন্ত্র, সুরক্ষিত এবং ব্যবহার বান্ধব পেমেন্ট পোর্টালের মাধ্যমে যেকেউ অনুদান দিতে পারবেন। ব্যাংক ট্রান্সফার অথবা ‘এমিরেতস এয়ারলাইন ফাউন্ডেশন’ এর অনুকুলেও অনুদানের অর্থ গৃহীত হবে।

বর্তমানে ফাউন্ডেশনটি ৯টি দেশে কার্যক্রম পরিচালনাকারী ১৩টি এনজিও’কে সহায়তা প্রদান করছে। যেসকল কার্যক্রমকে ফাউন্ডেশন পৃষ্ঠপোষকতা করে তার মধ্যে রয়েছে- নিরাপদ আবাসন, অত্যাবশ্যকীয় পুষ্টি ও স্বাস্থ্যসেবা, শিক্ষার সুযোগ, ভকেশনাল শিক্ষা উদ্যোগ ইত্যাদি। বিগত দুই দশকের অধিক সময় ধরে এমিরেটস এয়ারলাইন ফাউন্ডেশন বিশ্বের হাজার হাজার শিশুদের জীবনে ইতিবাচক ভূমিকা রেখে আসছে।

এমিরেটসের গ্রাহক, দাতা এবং এমপ্লয়ীদের অনুদানের ওপর ভিত্তি করেই বিভিন্ন প্রকল্পকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুদানের প্রায় সকল অর্থই সরাসরি প্রকল্পগুলোকে হস্তান্তর করা হয়। প্রশাসনিক ব্যয়কে যথাসম্ভব ন্যুনতম পর্যায়ে রাখার জন্য এমিরেটসের এমপ্লয়ী এবং স্বেচ্ছাসেবকদের সহায়তা নেয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।