সিলেটে ৬ ট্রাক ভারতীয় চিনি সহ একজনকে আটক করেছে পুলিশ। বুধবার ভোরে সিলেটের চৌকিদেখি এলাকাস্থ ন্যাশনাল টি-গার্ডেনের সামনে থেকে এগুলো আটক করা হয়। ট্রাকগুলোতে ৬৯০ বস্তা ভারতীয় চিনি ছিল। যেগুলোর আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ ৫৭ হাজার ২০০ টাকা।
আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
আটককৃত সুনামগঞ্জের দিরাইর মো. জমির হোসেনের ছেলে মো. হাসান (১৯)।
পুলিশ জানায়, বুধবার ভোরে সিলেটের এয়ারপোর্ট থানাধীন চৌকিদেখি এলাকাস্থ ন্যাশনাল টি-গার্ডেনের সামনে পুলিশ চেকপোষ্ট স্থাপন করে ৬টি ট্রাক আটক করে। এসময় ৫টি ট্রাকের চালক পালিয়ে যায়। আর পালানোর সময় হাসান নামে এক ট্রাক চালককে আটক করে পুলিশ। পরে ট্রাকগুলো তল্লাশী করে সেখান থেকে ৬৯০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। যেখানের প্রতি বস্তায় ৪৯ কেজি করে মোট ৩৩ হাজার ৮১০ কেজি ভারতীয় চিনি রয়েছে। যেগুলোর আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ ৫৭ হাজার ২০০ টাকা।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃত চিনি ও ট্রাক ৬ টি জব্দ করা হয়েছে। আর আটককৃত আসামী ও অজ্ঞাতনামা পলাতক আসামীদের বিরুদ্ধে এসএমপির এয়ারপোর্ট থানায় মামলা রুজু করা হয়েছে।