বৃহস্পতিবার , ৭ নভেম্বর ২০২৪, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৩:৪৮
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ৬ ট্রাক ভারতীয় চিনি সহ আটক- ১

সিলেটের সকাল রিপোর্ট
নভেম্বর ৭, ২০২৪ ৬:৫৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে ৬ ট্রাক ভারতীয় চিনি সহ একজনকে আটক করেছে পুলিশ। বুধবার ভোরে সিলেটের চৌকিদেখি এলাকাস্থ ন্যাশনাল টি-গার্ডেনের সামনে থেকে এগুলো আটক করা হয়। ট্রাকগুলোতে ৬৯০ বস্তা ভারতীয় চিনি ছিল। যেগুলোর আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ ৫৭ হাজার ২০০ টাকা।

আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
আটককৃত সুনামগঞ্জের দিরাইর মো. জমির হোসেনের ছেলে মো. হাসান (১৯)।

পুলিশ জানায়, বুধবার ভোরে সিলেটের এয়ারপোর্ট থানাধীন চৌকিদেখি এলাকাস্থ ন্যাশনাল টি-গার্ডেনের সামনে পুলিশ চেকপোষ্ট স্থাপন করে ৬টি ট্রাক আটক করে। এসময় ৫টি ট্রাকের চালক পালিয়ে যায়। আর পালানোর সময় হাসান নামে এক ট্রাক চালককে আটক করে পুলিশ। পরে ট্রাকগুলো তল্লাশী করে সেখান থেকে ৬৯০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। যেখানের প্রতি বস্তায় ৪৯ কেজি করে মোট ৩৩ হাজার ৮১০ কেজি ভারতীয় চিনি রয়েছে। যেগুলোর আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ ৫৭ হাজার ২০০ টাকা।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃত চিনি ও ট্রাক ৬ টি জব্দ করা হয়েছে। আর আটককৃত আসামী ও অজ্ঞাতনামা পলাতক আসামীদের বিরুদ্ধে এসএমপির এয়ারপোর্ট থানায় মামলা রুজু করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।