বৃহস্পতিবার , ২২ মে ২০২৫, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ১০:৫০

সিলেটে সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট
মে ২২, ২০২৫ ৮:১৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের বিয়ানীবাজারে চলন্ত কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি ধাক্কায় মো. সায়েম আহমদ (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে সিলেট-বিয়ানীবাজার সড়কের শেওলা সেতু সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এসময় আরেকজন আহত হয়েছেন।

নিহত মো. সায়েম আহমদ বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের রায়খাইল গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সিলেট-বিয়ানীবাজার সড়কের শেওলা সেতু সংলগ্ন এলাকায় চলন্ত কাভার্ডভ্যানের সাথে মুখোমুখিভাবে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এসময় ঘটনাস্থলেই সায়েম আহমদ নামের মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান জানান, তারা বাইকে ৩জন ছিল। ওভারটেক করতে গিয়ে একটি কাভার্ডভ্যানের সাথে তাদের ধাক্কা লেগে একজন ঘটনাস্থলেই মারা যায় আর আরেকজন কিছুটা আহত হয়েছে। তার লাশের সুরতহাল করা হয়েছে। পরিবার চাচ্ছে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করবে। এবিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।