রবিবার , ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৮:৩৩
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে বিশ্ব ফিজিওথেরাপি দিবস ২০২৪ পালিত

ডেস্ক রিপোর্ট
সেপ্টেম্বর ৮, ২০২৪ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

কোমর ব্যথায় ফিজিওথেরাপি একটি কার্যকরী চিকিৎসা পদ্ধতি ” – এই প্রতিপাদ্যকে নিয়ে সিলেটে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, সিলেট এর ফিজিওথেরাপি বিভাগে নানা কর্মসূচি পালিত হয়েছে।

এদিন বেলা একটায় নগরের শাহী ঈদগাহ ক্যাম্পাস থেকে বর্ণাঢ্য র‌্যালী, পরে আলোচনা সভা ও সান্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়। তৃতীয় বর্ষের ছাত্র মো. ইরফান আল শোয়েব এবং তৌহিদুল ইসলামের সঞ্চালনায় সান্টিফিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন আইএইচটি সিলেটের অধ্যক্ষ ডা. মো, রেহান উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চীফ ফিজিওথেরাপিষ্ট মো. জহিরুল ইসলাম , সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট মো. আলমগীর হোসেন, সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট আনন্দ বনিক, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (ফিজিওথেরাপি)মোহাম্মদ মাহফুজুর রহমান মাহিদ, মো. আলমগীর আলম (ল্যাব মেডিসিন বিভাগ), শ্রী সঞ্জীত চন্দ্র হালদার লেকচারার(ল্যাব মেডিসিন বিভাগ) ও নুরুল আমিন চৌধুরী প্রশাসনিক কর্মকর্তা ।

এসময় বক্তারা বলেন, কোমর ব্যথা হল সবচেয়ে সাধারণ হাড় ও পেশীবহুল ব্যাধি গুলোর মধ্যে একটি, যা প্রায় ৮০% মানুষকে তাদের জীবনের কোন না কোন সময়ে প্রভাবিত করে। এটি অক্ষমতার একটি প্রধান কারণ এবং দৈনন্দিন কাজকর্ম ও জীবনের সামগ্রীক গুণমানকে প্রভাবিত করতে পারে। ফিজিওথেরাপি চিকিৎসা কোমর ব্যথায় সবচেয়ে কার্যকরী ও বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় চিকিৎসা পদ্ধতি। নন সার্জিক্যাল ইন্টারভ্যানশন এবং পার্শ্বপ্রতিক্রিয়া বিহীন চিকিৎসা হওয়ায় দিন দিন জিওথেরাপি চিকিৎসার জনপ্রিয়তা বারছে। যথাযথ ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে একজন রোগী কোমর ব্যাথা থেকে মুক্তি পেতে পারে।
গবেষণায় দেখা যাচ্ছে, বিশ্বব্যাপী ৬১৯ মিলিয়ন মানুষ অর্থাৎ প্রতি ১৩ জনের মধ্যে একজন এই রুগে আক্রান্ত হচ্ছে এবং প্রতিবন্ধিতার ঝুঁকিতে পড়ছে।

বক্তাগণ নোবেল বিজয়ী প্রফেসর ড. ইউনুস ও ছাত্রজনতার নেতৃত্বাধীন সরকারের নিকট কোমর ব্যথামুক্ত সমাজ ও প্রতিবন্ধিতার ঝুঁকিতে থাকা জনগণের সুস্থ ,সবল ও সুস্বাস্থ্য নিশ্চিতের জন্য অনতিবিলম্বে ২০০০ মেডিকেল টেকনোলজিস্ট (ফিজিওথেরাপি) ও ১০০০ ফিজিওথেরাপিস্ট নিয়োগ প্রদানের জন্য জোর দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।