শুক্রবার , ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৩৫
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে বালু চাপা দিয়ে রাখা ৮৫ বস্তা ভারতীয় চিনি আটক

সিলেটের সকাল রিপোর্ট
সেপ্টেম্বর ১৩, ২০২৪ ৭:৪১ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে বালু চাপা দিয়ে রাখা ৮৫ বস্তা ভারতীয় চিনি আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নগরের কালিঘাটস্থ শাহচট্ট রোডের বাণিজ্য ভবনের সামনে থেকে ট্রাকটি আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়।

পুলিশ জানায়, একটি ড্রাম ট্রাকের ভেতর চিনির বস্তা রেখে চোরাকারবারীরা উপরে বালু চাপা দেয়। এরপর ত্রিপল দিয়ে ট্রাকটি ঢেকে দেয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ট্রাকের ভেতর থেকে ৮৫ বস্তা ভারতীয় চিনি জব্দ করে। যার প্রতিটি বস্তায় ৪৯ কেজি করে চিনি রয়েছে। জব্দকৃত চিনির বাজার মূল্য ৪ লাখ ৯৯ হাজার ৮০০ টাকা।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম আরও জানান, অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩-৪ জন চোরাকারবারী পালিয়ে যায়। তাদেরকে আটকের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।