সিলেটে এবার সাবেক প্রতিমন্ত্রী, মেয়র ও এমপি সহ ৪১ জনের নামোল্লেখ করে মামলা করা হয়েছে। মঙ্গলবার নগরের আরামবাগ এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে বাবুল মিয়া বাদি হয়ে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতে মামলাটি দায়ের করেন। ৪ আগস্ট সিলেট নগরের কোর্ট পয়েন্ট এলাকায় হামলা-গুলির অভিযোগে এই মামলাটি দায়ের করা হয়েছে।
মামলায় সাবেক প্রতিমন্ত্রী ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের সদ্য সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবসহ ৪১ জনের নাম উল্লেখ করা হয়েছে। আর অজ্ঞাত ২৫০-৩০০ জনকে আসামি করা হয়েছে।
মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন বাদি পক্ষের আইনজীবী আব্দুল কাইয়ুম। তিনি বলেন, দ্রুত বিচার আইনে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতে মামলা দায়ের হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে কোতোয়ালী থানাকে তদন্তের নির্দেশ দিয়েছে।