বৃহস্পতিবার , ১৯ ডিসেম্বর ২০২৪, ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ১:৩০

সাংবাদিক তুরাব হত্যা: এসএমপির সাবেক এডিসি দস্তগীর ৫ দিনের রিমান্ডে

সিলেটের সকাল রিপোর্ট
ডিসেম্বর ১৯, ২০২৪ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

#সেনা ও পুলিশের কড়া পাহারায় আদালতে তোলা হয় দস্তগীরকে

সিলেটে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এ টি এম তুরাব হত্যা মামলার ২ নম্বর আসামি সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সাবেক অতিরিক্ত উপ-কমিশনার সাদেক কাওসার দস্তগীরকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে তাকে সেনা ও পুলিশের কড়া পাহারায় আদালতে তোলা হয়। পরে পুলিশ দস্তগীরকে ৭ দিনের রিমান্ড আবেদন করলে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মো. আব্দুল মোমেন তাকে ৫ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবি এপিপি অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি। তিনি জানান, সাংবাদিক এটিএম তুরাবের হত্যাকান্ড একটি আলোচিত নির্মম ঘটনা। আমরা বিভিন্ন ফুটেজে দেখেছি গত ১৯ জুলাই সিলেটের একটি মিছিলে দস্তগীর পিছন থেকে একজনের হাত থেকে অস্ত্র নিয়ে তিনি সরাসরি গুলি করেছেন। আজকে তাকে আদালতে হাজির করা হলে সেখানে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত তাকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আপনারা নিশ্চিত থাকেন রাষ্ট্রপক্ষের এব্যাপারে কোনো গাফিলতি থাকবে না। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো এই হত্যাকান্ডের সর্বোচ্চ বিচার করতে।

এর আগে বুধবার বিকেল ৫টার দিকে শেরপুর জেলার একটি এলাকা থেকে তাকে পুলিশে কর্মরত অবস্থায় গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় ১৯ জুলাই জুমার নামাজের পর সিলেট নগরের বন্দরবাজারের কালেক্টরেট জামে মসজিদের সামনে থেকে মিছিল বের করে বিএনপি। মিছিলের পেছনে ধাওয়া করে পুলিশ গুলি ছুড়ে। এসময় গুলিবিদ্ধ হন দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি ও স্থানীয় একটি দৈনিকের নিজস্ব প্রতিবেদক এ টি এম তুরাব। প্রথমে তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে নগরের সোবহানীঘাটের ইবনে সিনা হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান তুরাব। নিহত হওয়ার ঘটনায় ১৯ আগস্ট নিহতের ভাই আবুল হোসেন মোহাম্মদ আজরফ জাবুর বাদী হয়ে সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা করেন। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা–কর্মীসহ ১৮ জনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫০ জনকে আসামি করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মো. সাদেক কাউসার দস্তগীর মামলার এজাহার নামীয় দ্বিতীয় আসামি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।