রবিবার , ১ জুন ২০২৫, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ১০:৫৪

রেকর্ড বৃষ্টিতে বিপদসীমা ছাড়িয়েছে সিলেটের নদ-নদীর পানি

স্টাফ রিপোর্টার
জুন ১, ২০২৫ ৯:১০ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে একদিনে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। যার কারণে নদ-নদীর পানি আরো বেড়েছে। সুরমা ও কুশিয়ারা সহ নদ-নদীর পানি বিপদসীমা ছাড়িয়েছে। সারারাতের বৃষ্টিপাতের কারণে নগরের বিভিন্ন এলাকায় পানি আটকে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। নগরের বেশিরভাগ এলাকারই বাসাবাড়িতে পানি ঢুকে পড়ে। ভোগান্তিতে পড়েন নগরের বাসিন্দারা।

নগরের দাঁড়িয়াপাড়া এলাকার বাসিন্দা শহিদুল ইসলাম জানান, টানা বৃষ্টিপাতের কারণে রাত আড়াইটার দিকে বাসায় পানি ঢুকে। পরে এটি সকালে নেমে যায়। প্রায় ১ ফুট পানি ছিল। বৃষ্টি হলেই বাসায় পানি ঢুকে। এই ভোগান্তির মধ্যে দিয়েই দিন যাচ্ছে আমাদের।

আবহাওয়া অধিদপ্তর সিলেট জানায়, গতকাল শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেটে রেকর্ড পরিমাণ ৪০৪.৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আর রোববার সকাল ৬ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত ২৯.৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর সিলেটের আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন বলেন, সিলেটের আকাশে মেঘ রয়েছে। বৃষ্টিপাত আগামী ২ দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে এই পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

পানি উন্নয়ন বোর্ড সিলেট জানায়, সিলেটের ৩ টি নদীর ৫ পয়েন্টে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে বিপদসীমার ৮৩ সেন্টিমিটার, কুশিয়ারা নদীর অমলশীদ পয়েন্টে ১৪৩ সেন্টিমিটার, শেওলা পয়েন্টে ১৭ সেন্টিমিটার ও ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ১ সেন্টিমিটার এবং লোভা নদীর লোভাছড়ার ১০৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

একই সময়ে সুরমা নদীর সিলেট পয়েন্টে পানি বিপদসীমার ৪৪ সেন্টিমিটার, কুশিয়ারা নদীর শেরপুর পয়েন্টে ৩৫ সে.মি., ডাউকি নদীর জাফলং পয়েন্টে ২৫১ সে.মি., সারি-গোয়াইন নদীর গোয়াইনঘাট পয়েন্টে ৭৬ সে.মি. নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিলেটের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ বলেন, ‘ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল সাড়ে ৮টা থেকে রোববার সকাল সাড়ে ৮) ১২২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তবে আসামে ৪১৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যার কারণে সিলেটের নদ-নদীতে পানি বাড়বে। ইতিমধ্যে ৩ টি নদীর ৩ টি পয়েন্টে পানি বিপদসীমা ছাড়িয়েছে। আর প্রায় সবগুলো পয়েন্টে নদ-নদীর পানি বাড়ছে। এখন পানি বৃদ্ধি পাওয়া স্বাভাবিক।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।