শনিবার (১১ মার্চ) মৌলভীবাজার পলি ক্লিনিকে একটি ফ্রি লিভার ক্যাম্পের আয়োজন করা হয়। এতে লিভারের নানা জটিল রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা সংক্রান্ত পরামর্শ প্রদান করেন জালালাবাদ লিভার ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের ডিভিশন প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল।
এতে সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন, মৌলভীবাজার শাখার সভাপতি ডা. মোঃ সাব্বির হোসেন খান।
উল্লেখ্য জালালাবাদ লিভার ট্রাস্ট সিলেট অঞ্চলে সাম্প্রতিক বন্যার সময় সিলেট সদর, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, দক্ষিন সুরমা এবং সুনামগঞ্জের জগন্নাথপুরে একাধিক ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন ও বিনামূল্যে ওষুধ বিতরন করা হয়।
এছাড়াও ট্রাস্ট বিভিন্ন সংগঠনের সাথে যৌথভাবে বৃহত্তর সিলেটে নিয়মিতভাবে লিভার রোগ বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করে যাচ্ছে।