রবিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৪:৪৪

মুরারিচাঁদ কলেজে কবিতা পরিষদের ৩ দিনব্যাপী বইমেলার উদ্বোধন 

ডেস্ক রিপোর্ট
ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ১:১৯ অপরাহ্ণ
Link Copied!

এমসি কলেজ প্রতিনিধি : সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মুরারিচাঁদ কলেজে ৩ দিনব্যাপী বইমেলার উদ্বোধন করা হয়েছে। আজ রোববার (১৯ ফেব্রুয়ারি) সকালে মুরারিচাঁদ কবিতা পরিষদের আয়োজনে কলেজে বইমেলার উদ্বোধন করেন মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মোঃ আশরাফুল কবীর।

মুরারিচাঁদ কবিতা পরিষদের সাধারণ সম্পাদক হাসনাত জাহান সুমনার সঞ্চালনায় ও সভাপতি এনামুল ইমামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মো. আব্দুল হামিদ, গণিত বিভাগের সহকারী অধ্যাপক কামরুজ্জামান আলমগীর, মুরারিচাঁদ কবিতা পরিষদের দায়িত্ব প্রাপ্ত শিক্ষক ফৌজিয়া আজিজ, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ বিলাল উদ্দিন, শেখ মোঃ নজরুল ইসলাম, উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক শাহানাজ বেগম, মুরারিচাঁদ কবিতা পরিষদের সাবেক সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিমান তালুকদার, কবি অসীম সরকার, কবি সোলেমান কবির, সজল মালাকার, খালেদ আহমেদ, মহসিন আলম, ইমরান তালুকদার সহ বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি, এমসি কলেজ ছাত্রলীগ, মোহনা সাংস্কৃতিক সংগঠন, থিয়েটার মুরারিচাঁদ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

বইমেলায় এমসি কলেজ ছাত্রলীগের স্টল, নোভা বুক অ্যান্ড পাবলিশার্স, নির্বাচিত, রোদ্দুর প্রকাশনী, শৈলী, নাজমা বুক ডিপো, মারুফ লাইব্রেরী, মুরারিচাঁদ কলেজ স্কাউট গ্রুপ, পাপড়ি, সিলেটী বইপোকা, গাঙুড় প্রকাশনীর বইয়ের স্টল রয়েছে।

বিকেলে কবি সুলেমান কবিরের ‘নাগর ডরাই রক্ত ফুল পাওয়া যায়’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন প্রফেসর মোঃ আশরাফুল কবীর।

সিলেটের সকাল/লবীব

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।