পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব ক্ষেত্রেই গণমাধ্যম জবাবদিহির মাধ্যমে রাষ্ট্রব্যবস্থাকে আরও এগিয়ে নিতে পারে।’
তিনি বলেন, ‘যে সমস্ত সাফল্য এবং উন্নয়ন সেগুলো গণমাধ্যমের মাধ্যমে জনগণ জানতে পারে। তাছাড়া গণমাধ্যমে সরকারের ভুলত্রুটিগুলো উত্থাপিত হলে সরকারও সচেতন হয় এবং তার সমালোচনাগুলো শুধরাতে পারে।
আজ শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সিলেট নগরীতে ‘বাংলাদেশে প্রাণিসম্পদ খাত : সমস্যা ও সম্ভাবনা’ বিষয়ক সাংবাদিকদের এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।