সিলেটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনাসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ব্যাঙ্গাত্মক ছবি প্রকাশ ও কটুক্তি করায় সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। গত মঙ্গলবার সিলেটের সাইবার ট্রাইব্যুনালে ১১ জনকে আসামী করে মামলাটি দায়ের করেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের উপ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ও ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ পুরাতন গ্রামের লালু মিয়ার পুত্র মুহিবুর রহমান জুয়েল তারেক। সাইবার মামলা নং-১৪৩/২০২৪ইং।
সিলেটের সাইবার ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) মো. মনির কামাল মামলাটি আমলে নিয়ে আগামী ৫ আগস্টের মধ্যে তদন্ত রিপোর্ট দাখিলের জন্য সুনামগঞ্জ জেলার বিশেষ পুলিশ সুপার সিআইডিকে নির্দেশ দিয়েছেন। মামলায় সকল আসামীই বিএনপি ও জামায়াতের রাজনীতির সাথে সংশ্লিষ্ট এবং সকলেই প্রবাসী বলে জানা গেছে।
মামলার আসামীরা হলেন- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মক্রমপুর গ্রামের মো. মখদ্দুস আলীর ছেলে মো. ফয়জুর রহমান (৩৫), মাদারীপুর জেলা সদরের মধ্য হাউসদী গ্রামের নূর মুহাম্মদ খানের ছেলে মো. মাহিন খান (৩৮), সিলেটের জকিগঞ্জের পশ্চিম সহিদাবাদ গ্রামের আব্দুর রউফ তাপাদারের ছেলে আহমদ শহিদ তাপাদার (৩০), বিয়ানীবাজার উপজেলার দেবারাই গ্রামের মাহমদ আলীর ছেলে জাহিদ হোসেন (২৪), নগরের তালুকদার পাড়া গ্রামের ফারুকুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম নোবেল (২৩), সুনামগঞ্জের ছাতক উপজেলার জাহিদপুর গ্রামের হাফিজ আব্দুর রহিমের ছেলে মো. অলিউর রহমান (৫৬), জগন্নাথপুরের সাদিপুর গ্রামের আবু তালেবের ছেলে শাহেদ আহমদ (২৫), মৌলভীবাজার সদরের জগন্নাথপুর গ্রামের কবির মিয়ার ছেলে মো. সাইফুল ইসলাম (৩৪), সিলেট নগরের চৌকিদেখি আব্দুল মন্নাফ রোড এলাকার মোহাম্মদ শাহজাহানের ছেলে মো. ফাওজিল আজিম (৩৩), গোলাপগঞ্জের নালিউরী গ্রামের মোহাম্মদ তছিম উল্লাহর ছেলে মোহাম্মদ ইমতিয়াজ শরীফ (৩৪) ও বালাগঞ্জের হায়দরপুর গ্রামের মাসুক মিয়ার ছেলে ইসহাক আহমদ (২৪)।
মামলার বাদী মুহিবুর রহমান জুয়েল তারেক বলেন, আসামীরা সকলেই বিএনপি ও জামায়াত শিবিরের রাজনীতির সাথে জড়িত। তারা দীর্ঘদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি বিকৃত করে নানা ধরনের কটুক্তি করে যাচ্ছে। আমি এর প্রতিবাদ করায় তারা আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। তাই আমি বাধ্য হয়ে আদালতের স্মরণাপন্ন হয়েছি।