মঙ্গলবার , ২৪ সেপ্টেম্বর ২০২৪, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৪১
আজকের সর্বশেষ সবখবর

জৈন্তাপুরে বন্যা পরবর্তী করণীয় বিষয়ক স্যানসিটাইজেশন সভা অনুষ্ঠিত

জৈন্তাপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ২৪, ২০২৪ ৭:০০ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের জৈন্তাপুর উপজেলায় বন্যা পরবর্তী করণীয় বিষয়ক স্যানসিটাইজেশন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সিলেটে জেলা তথ্য অফিসের উদ্যোগে জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বন্যা এবং বন্যা পরবর্তী সময়ে স্বাস্থ্য সুরক্ষা ও করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

জেলা তথ্য অফিসের উপপরিচালক মো. সালাহ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালিক রুমাইয়া।

সভায় আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্শক করুনা কান্ত দেব, সহকারী শিক্ষক এনামুল ইসলাম এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি যাদব বিশ্বাস। স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক রকিবুল হাসান।

প্রতিটি দুর্যোগেই সতর্কতা ও সচেতনতার মাধ্যমে দুর্যোগের করাল গ্রাস থেকে রক্ষা পাওয়া সম্ভব উল্লেখ করে সভায় বক্তারা বলেন, বন্যার পরবর্তী রোগ-বালাই সম্পর্কে সবাইকে সচেতন থাকতে হবে। এ ব্যাপারে স্বাস্থ্য বিভাগের যথাযথ পদক্ষেপ কামনা করেন তিনি। পাশাপাশি বন্যার ক্ষতি কমিয়ে আনতে এলাকার সচেতন জনসাধারণসহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে এগিয়ে আসার আহবান জানান তারা।

জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মো. লেবাছ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে জৈন্তাপুর উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।