সিলেটের কোম্পানীগঞ্জে মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদের উদ্যোগে রোজার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কোম্পানীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ মাহফিলের আয়োজন করা হয়।
মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদের সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে ও জিয়াউর রহমান মিজানের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং।
পরিষদের অর্থ সম্পাদক মোহাম্মদ ছদরুদ্দিনের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সূচিত মাহফিলে বক্তব্য দেন কাঁঠালবাড়ি চৌমুহনী বাজার আলীম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা শামসুজ্জামান, জামিয়া রাহমানিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিব্বর রহমান, পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, ঢালারপাড় উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক গোলাম মোস্তুফা, রাজনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, কোম্পানীগঞ্জ মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদের সহ সভাপতি আবুল বাশার, আমিনুল হক, আবুল হাশেম, রতন মিয়া, আতিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন শামীম, মাসুক রানা, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর, সহ-সাংগঠনিক সম্পাদক আবু বকর ছিদ্দিক, এমাদ উদ্দিন, প্রচার সম্পাদক ইব্রাহিম মিয়া, সহ-প্রচার সম্পাদক জসিম উদ্দিন, কোম্পানীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, সহকারী শিক্ষক হোসাইন আহমদ, সিলেট জেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সহ-সভাপতি নিজাম উদ্দিন, কোম্পানীগঞ্জ শাখার সভাপতি রিপন আহমদ, সাংবাদিক সোহরাব আহমদ, কবির আহমদ, কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মারজান উদ্দিন, কোম্পানীগঞ্জ ফটোগ্রাফি সোসাইটির সভাপতি মো: শরীফ আহমেদ, কোম্পানীগঞ্জ ছাত্র কণ্ঠের সভাপতি ফখরুল ইসলাম নোমান, সাধারণ সম্পাদক এহসানুল মাহবুব প্রমূখ।
সবশেষে মোনাজাত পরিচালনা করেন কোম্পানীগঞ্জ উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফিজ মাওলানা মাসুম আহমদ।