মঙ্গলবার , ৮ জুলাই ২০২৫, ১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, বিকাল ৫:৪৬
আজকের সর্বশেষ সবখবর

কলকাতা রুটে প্রিমিয়াম ইকোনমি সেবা চালু করছে এমিরেটস

ডেস্ক রিপোর্ট
জুলাই ৮, ২০২৫ ৮:০৮ অপরাহ্ণ
Link Copied!

মুম্বাই, বেঙ্গালুরু ও আহমেদাবাদে সফলভাবে প্রিমিয়াম ইকোনমি শ্রেণি চালুর পর এবার কলকাতা রুটে এই সেবা শুরু করতে যাচ্ছে এমিরেটস। আগামী ১৮ জুলাই থেকে দুবাই-কলকাতা রুটে চালু হতে যাচ্ছে এই নতুন প্রিমিয়াম ইকোনমি সেবা।

যাত্রীরা এখন থেকে সপ্তাহে চারদিন (বুধবার, শুক্রবার, শনিবার ও রবিবার) পরিচালিত ইকে৫৭৩ ফ্লাইটে প্রিমিয়াম ইকোনমি শ্রেনীর সেবা পাবেন।

আকর্ষণীয় ডিজাইনের নতুন প্রিমিয়াম ইকোনমি কেবিনটিতে যাত্রীদের জন্য আরো বেশী আরামদায়ক ও উপভোগ্য। এতে রয়েছে প্রশস্ত ক্রিম রঙের লেদার আসন, বাডতি লেগরুম, সুবিধাজনক হেডরেস্ট, বেশী রিক্লাইন করার সুবিধা ইত্যাদি বাড়তি অনেক সুবিধা।

ফ্লাইটে সুস্বাদু আঞ্চলিক খাবার পরিবেশন করার জন্য ব্যবহৃত হবে রয়্যাল ডলটন ফাইন চায়না টেবিলওয়্যার ও স্টেইনলেস স্টিল কাটলারি সেট। বেভারেজ মেনুতে থাকবে আরো বেশী অপশন।

প্রত্যেকটি আসনের সঙ্গে থাকবে ১৩.৩ ইঞ্চির এইচডি স্ক্রিন, যেখানে এমিরেটসের বিখ্যাত ‘আইস ইন-ফ্লাইট এন্টারটেইনমেন্ট সিস্টেমে অসংখ্য বিনোদনের অপশন।

প্রিমিয়াম ইকোনমি যাত্রীরা ৩৫ কেজি পর্যন্ত চেক-ইন ব্যাগেজ এবং ১০ কেজি হ্যান্ড ব্যাগেজ নিতে পারবেন।

এমিরেটসের সর্বাধুনিক বোয়িং ৭৭৭ বিমানে প্রিমিয়াম ইকোনমি কেবিনে ২৪টি আসন রয়েছে, যা যাত্রীদের জন্য উন্নত ও উপভোগ্য ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করবে। ধাপে ধাপে আরও বেশি সংখ্যক এমিরেটস উড়োজাহাজে এই প্রিমিয়াম ইকোনমি শ্রেনী সেবা চালু করা হচ্ছে।

বর্তমানে এমিরেটস কলকাতা থেকে দুবাই রুটে প্রতি সপ্তাহে ১১টি ফ্লাইট পরিচালনা করছে যার মধ্যে ইকে৫৭২/৭৩ ফ্লাইটে সপ্তাহে চারদিন প্রিমিয়াম ইকোনমি শ্রেনী সেবা পাওয়া যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।