বাংলাদেশের ৪১টি প্রতিষ্ঠানের সাথে পাল্লা দিয়ে উদ্ভাবনী পদমর্যাদায় ১ নম্বর স্থান অর্জন করেছে। স্পেন ভিত্তিক সিমাগো ইনস্টিটিউশন র্যাঙ্কিং (SCImago Institutions Rankings: https://www.scimagoir.com/rankings.php) এর ওয়েবসাইটে সম্প্রতি এই র্যাংকিং প্রকাশ পেয়েছে।
এছাড়াও ১১ টি প্রতিষ্ঠানের মধ্যে জলজ বিজ্ঞান বিষয়েও প্রথম স্থান অধিকার করেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর জানায়, ২০২৩ সালে সারা বিশ্বের মোট ৮৪৩৩ টি প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা, গবেষণা, সামাজিক, সামজিকতা, স্বাস্থ্য, উদ্ভাবনি প্রযুক্তি ইত্যাদি বিষয় যাচাই করে এই র্যাঙ্কিং নির্ধারন করা হয়েছে।
সামগ্রিক র্যাঙ্কিং-এ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে ৫ নম্বর অবস্থানে। কৃষি শিক্ষা বিষয়ক অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ ১১ তম স্থান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজিপুর ৪ নম্বর স্থান, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ২৬ তম স্থান অর্জন করেছে। সিলেটের আরেকটি পাবলিক বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২২ তম স্থান অর্জন করে।
এদিকে র্যাঙ্কিং এ বিশ্ববিদ্যালয়ের মর্যাদাপূর্ণ অর্জনে আনন্দে ভাসছে পুরো ক্যাম্পাস। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঞা বলেন, “এটি অত্যন্ত খুশির খবর। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৭ বছরের মাথায় আমরা দেশসেরা হতে পেরেছি। এই অর্জন বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের। বিশেষ করে গবেষকদের। তাঁরা নিত্য নতুন উদ্ভাবনী প্রযুক্তি দ্বারা আমাদের বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশকে সমৃদ্ধ করছেন।