বৃহস্পতিবার , ৪ মে ২০২৩, ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ১১:৩৬
আজকের সর্বশেষ সবখবর

আসাদ উদ্দিনের পা ছুঁয়ে আনোয়ারুজ্জামানের সালাম

ডেস্ক রিপোর্ট
মে ৪, ২০২৩ ৭:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট মহানগর আওয়ামী সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহ সভাপতি আসাদ উদ্দিন আহমদের পা ছুঁয়ে সালাম করেন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে নৌকা মার্কার প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। এসময় আনোয়ারুজ্জামান চৌধুরীকে বুকে জড়িয়ে ধরেন আসাদ উদ্দিন।

গতকাল বুধবার (৩ মে) রাতে সিলেটে বসবাসরত জকিগঞ্জের বাসিন্দাদের সাথে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর মতবিনিময় সভা চলছিল।  অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বক্তব্য রাখছিলেন মহানগর আওয়ামী সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহ সভাপতি আসাদ উদ্দিন আহমদ।

বক্তব্যের এক পর্যায়ে আসাদ উদ্দিন আহমদ বলেন, ‘আমার পরিবারে আমরা চার ভাই। আনোয়ারুজ্জামান আমার পরিবারের আরেকটি ভাই। এখন থেকে আমরা পাঁচ ভাই। আপনারা (সিলেটে বসবাসরত জকিগঞ্জবাসীর উদ্দেশ্যে) আমাকে আমার সুখে দুঃখে যেভাবে সমর্থন দিয়েছিলেন, সে জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমি চাই আপনারা আমার ভাই আনোয়ারজ্জামানকে তার থেকেও বেশি সমর্থন দিয়ে ২১জুন নৌকার মার্কায় বিজয় নিশ্চিত করবেন।’

আসাদ উদ্দিন আহমদের এমন বক্তব্যের মধ্যে হঠাৎ মঞ্চের চেয়ার থেকে উঠে আসেন নৌকার মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর।

তিনি আসাদ উদ্দিন আহমদের পা ছুঁয়ে সালাম করেন। এসময় আনোয়ারুজ্জামান চৌধুরীকে বুকে জড়িয়ে ধরেন আসাদ উদ্দিন। এতে উভয়েই আবেগাপ্লুত হয়ে পড়েন। তাদের পাশাপাশি উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ডা. মুর্শেদ আহমদ চৌধুরী।

সিলেট জেলা পরিষদের সদস্য ইফজাল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় আসাদ আরও বলেন, ‘আমিও নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী আনোয়ারুজ্জামানকে নৌকার মনোনয়ন দিয়েছেন এতে আমার কোন দু:খ নেই। আনোয়ারুজ্জামান আমার ভাই। আমি দলীয় সিদ্ধান্তে অনঢ় থেকে আমার ভাই আনোয়ারুজ্জামানের সাথে থেকে নৌকার বিজয়ে মাঠে থেকে কাজ করে যাব।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।