আবারও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল সংলগ্ন টিলায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হঠাৎ বিকেলে বঙ্গবন্ধু হলের পাশ্ববর্তী টিলায় আগুনের শিখা উড়তে দেখা যায়। এতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা দ্রুত এসে আগুন নিভিয়ে দেয়। তবে কে কারা আগুন লাগিয়েছে সেটা জানা যায় নি।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, বিকালের দিকে বঙ্গবন্ধু হলের পাশ্ববর্তী টিলায় আগুন লাগে। তাৎক্ষণিক খবর পেয়ে আমরা সেখানে উপস্থিত হই। আগুনে তেমন ক্ষয়ক্ষতি না হলেও ৪-৫ শতাংশ জায়গা পুড়ে গেছে। কে বা কারা আগুন দিয়েছে সেটা আমরা জানতে পারিনি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।