সোমবার , ৭ জুলাই ২০২৫, ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ৩:২০
আজকের সর্বশেষ সবখবর

হাসিনা মুক্ত হলেও আমরা ষড়যন্ত্র মুক্ত হই নাই- টুকু

ডেস্ক রিপোর্ট
জুলাই ৭, ২০২৫ ৭:১৫ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আমরা হাসিনা মুক্ত হয়েছি, কিন্তু আমরা ষড়যন্ত্র মুক্ত হই নাই। আমরা হাসিনা মুক্ত হয়েছি কিন্তু ষড়যন্ত্র মুক্ত হই নাই। বিএনপির বিরুদ্ধ সবাই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বিএনপির অপরাধ বিএনপি একটি সুষ্ঠু নির্বাচন চায়, নির্বাচিত প্রতিনিধির হাতে দেশ গড়ার ক্ষমতা দিতে চায়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি মহান মুক্তিযুদ্ধে ১৯৭১ সালে যে দলটি আলবদর, আল-শামস বানিয়ে আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল আজকে তারা একেকদিনে একেক কথা বলছে। কখনো বলছে পিআর সিস্টেম চায়, কখনো বলছে ভোট করার পরিস্থিতি হয়নাই, কখনো বলছে নির্বাচন হলেও অসুবিধা নাই। কখন কি বলে বোঝা যায় না। তবে এটা বুঝা যায়, তারা একটি সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি সুষ্ঠু নির্বাচন চায় না।

সোমবার সিলেট নগরের পাঠানটুলাস্থ সানরাইজ কমিউনিটি সেন্টারে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক আয়োজিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয় মাহফিল ও আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য তিনি এসব কথা ব‌লেন।

তিনি বলেন, আওয়ামীলীগ চলে যায় নাই। আওয়ামীলীগের লুটপাট শেষ হয় নাই। আওয়ামী লীগ এখনো লুটের টাকা দিয়ে ঘালা পানিতে শিকার করতে পারে। আমি সবাইকে হুশিয়ার করে দিতে চাই, সবাই সচেতন থাকবেন, যাতে এই উদ্দেশ্য হাসিল না হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় বিএনপির কেন্দ্রীয় নেতা ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।