বৃহস্পতিবার , ১০ অক্টোবর ২০২৪, ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, দুপুর ১২:৫৯
আজকের সর্বশেষ সবখবর

হাসপাতাল থেকে ছাড়া পেলেন সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নান

ডেস্ক রিপোর্ট
অক্টোবর ১০, ২০২৪ ৪:৩৮ অপরাহ্ণ
Link Copied!

জামিনে মুক্তি পাওয়া সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে হাসপাতাল থেকে ডিসচার্জ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে জামিনের কাগজপত্র হাসপাতালে পৌঁছানোর পর তাকে হাসপাতাল থেকে ডিসচার্জ দেওয়া হলে তিনি তার আত্মীয়স্বজনের সাথে বাড়িতে চলে যান। এর আগে জামিনের কাগজ পাওয়ায় হাসপাতাল থেকে তার নিরাপত্তায় নিয়োজিত কারারক্ষী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সরিয়ে নেওয়া হয়।

সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার সাখাওয়াত হোসেন জানান, দুপুর ১ টা ৪৫ মিনিটে সুনামগঞ্জ থেকে তার জামিনের কাগজপত্র সিলেটে আসলে হাসপাতালে নিরাপত্তায় নিয়োজিত কারারক্ষী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সরিয়ে নেওয়া হয়। পরে শুনেছি তাকে হাসপাতাল থেকেও ডিসচার্জ দেওয়া হয়েছে।

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী জানান, সাবেক পরিকল্পনামন্ত্রীর এম এ মান্নানের শারীরিক অবস্থা আগের থেকে অনেক ভালো। তার জামিনের কাগজপত্র হাসপাতালে আসলে মেডিকেল বোর্ড তাকে ডিসচার্জ করেছে। পরে তার স্বজনরা এসে তাকে তার বাড়িতে নিয়ে গেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।