মঙ্গলবার , ১২ নভেম্বর ২০২৪, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ২:৫৭
আজকের সর্বশেষ সবখবর

সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য এহিয়া চৌধুরী গ্রেপ্তার

সিলেটের সকাল রিপোর্ট
নভেম্বর ১২, ২০২৪ ৩:৪২ অপরাহ্ণ
Link Copied!

সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য এহিয়া চৌধুরী ইয়াহইয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। সোমবার দিবাগত রাতে তাকে ঢাকার উত্তরা থেকে র‌্যাব-৯ ও র‌্যাব-১ যৌথ অভিযানে গ্রেপ্তার করে।

আজ মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান সোহেল।

গ্রেপ্তারকৃত এহিয়া চৌধুরী ইয়াহইয়া (৪৬) সিলেট নগরের এভারগ্রীন এলাকার মৃত আব্দুল হাই চৌধুরীর ছেলে ও সিলেট-২ আসনের জাতীয় পার্টির মনোনিত সাবেক সংসদ সদস্য।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ ও র‌্যাব-১ এর যৌথ অভিযানে সোমবার দিবাগত রাতে ঢাকার উত্তরার ৪নং সেক্টরের ১৫ নম্বর রোডের একটি আবাসিক বাড়িতে অভিযান পরিচালনা করে নাশকতা ও সহিংসতা মামলা (এসএমপি সিলেট কোতয়ালী থানার এফআইআর নং-৪/৪৪৩, তারিখঃ ০১ অক্টোবর ২০২৪ খ্রিঃ, ধারা: ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্যাদি আইনের ৩/৪ তৎসহ ১৪৮ /১৪৯ /৩২৩ /৩২৫ /৩২৬ /৩০৭/১০৯/১১৪ পেনাল কোড ১৮৬০;) এর মূলে পলাতক আসামী এহিয়া চৌধুরী ইয়াহইয়াকে গ্রেপ্তার করে।

এবিষয়ে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জিয়া বলেন, রাতে উনাকে গ্রেপ্তার করে র‌্যাব সকালে থানায় হস্তান্তর করে। আমরা আধা ঘণ্টা (দুপুর ১ টা) আগে তাকে আদালতে প্রেরণ করেছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।