বৃহস্পতিবার , ১৪ নভেম্বর ২০২৪, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৩:৪১
আজকের সর্বশেষ সবখবর

সিলেট সিটি কর্পোরেশনের ৪২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

সিলেটের সকাল রিপোর্ট
নভেম্বর ১৪, ২০২৪ ৩:৩৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেট সিটি কর্পোরেশনের ৪২ নং ওয়াডের্র সাবেক কাউন্সিলর মতিউর রহমানকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯। বুধবার রাতে সিলেটের মোগলাবাজারের শ্রীরামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আওয়ামীলীগ নেতা মতিউর রহমান (৫০) দক্ষিণ সুরমার শ্রীরামপুরের মৃত নশিদ আলীর ছেলে ও ৪২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

র‌্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১০ টা ৪৫ মিনিটে সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানা এলাকার শ্রীরামপুর এলাকায় অভিযান পরিচালনা করে (সিলেট কোতয়ালী থানার এফআইআর নং-৩৪/৪৭৩, তারিখঃ ২৭অক্টোবর ২০২৪ খ্রিঃ, ধারা: ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্যাদি আইনের ৩/৪ তৎসহ ১৪৮/১৪৯/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/১০৯/১১৪ পেনাল কোড ১৮৬০;) এর পলাতক আসামী আওয়ামীলীগ নেতা মতিউর রহমানকে গ্রেপ্তার করে।

আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামীকে এসএমপির কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও, উক্ত মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাব-৯, সিলেট এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।