সোমবার , ৩ এপ্রিল ২০২৩, ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১২:২৫
আজকের সর্বশেষ সবখবর

সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচন ২১জুন, ভোটগ্রহণ ইভিএমে

ডেস্ক রিপোর্ট
এপ্রিল ৩, ২০২৩ ৮:১১ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচন আগামী ২১শে জুন অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। আজ সোমবার (৩ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে কমিশনের ১৭তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এদিন রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাচন ও অনুষ্ঠিত হবে।

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএমে ভোট হবে এবং সিসি ক্যামেরাও থাকবে কেন্দ্রে কেন্দ্রে। ভোটের আপডেট ইসির নিজস্ব কর্মকর্তারা ট্যাবের মাধ্যমে কমিশনকে জানাবেন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট চলবে। নির্বাচনে ইসির নিজস্ব কর্মকর্তারা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৩ মে, বাছাই ২৫ মে, প্রত্যাহারের শেষ সময় ১ জুন ও ভোট ২১ জুন।

এছাড়াও গাজীপুর সিটি নির্বাচন ২৫ মে, খুলনা ও বরিশাল ১২ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ২০১৮ সালের ৩০ জুলাই সর্বশেষ সিলেট সিটি করপোরেশনে ভোট হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।