মঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি ২০২৫, ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ১১:২১

সিলেট কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলার আসামির মৃত্যু

সিলেটের সকাল রিপোর্ট
ফেব্রুয়ারি ৪, ২০২৫ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেট কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলার এক আসামির মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে কারাগারে অসুস্থ হলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে মঙ্গলবার বাদ আসর গ্রামের কবরস্থানে লাশ দাফন করা হবে।

মারা যাওয়া আসামি আব্দুল হামিদ (২৮) সিলেটের জকিগঞ্জ উপজেলার হাতিডহর গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে।

জানা যায়, আব্দুল হামিদ সোমবার সকালে আব্দুল হামিদের বুকে ব্যথা শুরু হলে কারাগারের হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, আব্দুল হামিদ হঠাৎ অসুস্থতা অনুভব করলে তাকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মঙ্গলবার তার লাশ ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং দাফনও করা হয়েছে। আব্দুল হামিদ হত্যা মামলার আসামি হয়ে গেল এক বছর ধরে সিলেট কেন্দ্রীয় কারাগারে ছিলেন এবং তার মামলাটি বিচারাধীন ছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।