বুধবার , ৫ এপ্রিল ২০২৩, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৩:০৪
আজকের সর্বশেষ সবখবর

সিলেট আবহাওয়া অফিস গণহত্যা দিবসে খেলাঘর’র পুষ্পস্তবক অর্পণ

ডেস্ক রিপোর্ট
এপ্রিল ৫, ২০২৩ ৪:৩১ অপরাহ্ণ
Link Copied!

সিলেট আবহাওয়া অফিস গণহত্যা দিবসে খেলাঘর’র পুষ্পস্তবক অর্পণ

সিলেট আবহাওয়া অফিস গণহত্যা দিবস উপলক্ষে (৫ মার্চ) বুধবার সকাল ১১টায় আবহাওয়া অফিস গণকবরে পুষ্পস্তবক অর্পন করা হয়েছে। সিলেট আবহাওয়া অফিসের কর্মকর্তাবৃন্দের পক্ষ থেকে প্রথম পুষ্পস্তবক অর্পণ করা হয়।

খেলাঘর সিলেট জেলা কমিটি, সৃষ্টি খেলাঘর আসর, পুষ্পহাসি খেলাঘর আসর, বাংলাদেশের কমিউিনিস্ট পার্টি সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন গন কবরে পুষ্পস্তব অপর্ন করেন। পুষ্পস্তব অর্পন শেষে বীর শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন খেলাঘর সিলেট জেলা কমিটির সভাপতি অধ্যাপক তাপসী চক্রবর্তী লিপি, সাধারণ সম্পাদক তপন চৌধুরী, সম্পাদক ও জাতীয় পরিষদের সদস্য কবি সিরাজ উদ্দিন শিরুল, রুদ্র চক্রবর্তী, সহকারী আবহাওয়াবীদ শাহ মো: সজিব হোসাইন, পেশাগত সহকারী মো: আব্দুল মুহিদ, আবহাওয়া সহকারী নিলয় দেবনাথ, উচ্চ পর্যবেক্ষক মো: লুৎফুর রহমান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলার সাধারণ সম্পাদক খায়রুল হাছান, বিভাগীয় সমন্বয়ক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, পুষ্প হাসি খেলাঘর আসরের সহ-সাধারণ সম্পাদক কিশোর দাস, সৃষ্টি খেলাঘর আসরের সভাপতি শিমুল চক্রবর্তী, মো: আব্দুল করিম বেলুন মেম্বার প্রমূখ। বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।