রবিবার , ২৬ জানুয়ারি ২০২৫, ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ১১:৪৮

সিলেটে ২৯৮ বস্তা ভারতীয় চিনি সহ আটক-২

সিলেটের সকাল রিপোর্ট
জানুয়ারি ২৬, ২০২৫ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে ২৯৮ বস্তা ভারতীয় চিনি সহ ২ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে নগরের শাহপরাণ (রহ.) থানাধীন মুরাদপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

আটককৃতরা হলেন- সিলেটের জৈন্তাপুর উপজেলার পানিছড়া গ্রামের মৃত আমির হোসেনের ছেলে জাকির হোসেন (৩৭) ও একই এলাকার খান চা বাগানের মৃত দাইয়া পীরের ছেলে মো. জালাল (৩২)।

পুলিশ জানায়, শনিবার রাত ১১ টায় সিলেট নগরের শাহপরাণ (রহ.) থানাধীন মুরাদপুর এলাকায় চেকপোস্ট স্থাপনকালে সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে আসা একটি ট্রাক তল্লাশী করে পাথরের নিচে ঢেকে রাখা ২৯৮ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। যার প্রতিটি বস্তায় ৪৯ কেজি করে মোট ১৪ হাজার ৬০২ কেজি চিনি রয়েছে। যেগুলোর আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ ৫২ হাজার ২৪০ টাকা।
এসময় ট্রাকের ওপর থাকা ৩/৪ সাইজের পাথরের ৪০ ফুট পাথর উদ্ধার করা হয় আর ট্রাকটি জব্দ করা হয়েছে। যেগুলোর আনুমানিক মূল্য ২ হাজার ৮০০ টাকা।
এসময় ২ জনকে আটক করা হয়। তারা জিজ্ঞাসাবাদে মালামালের মালিক জৈন্তাপুরের হরিপুরের মো. জয় (৩৭) বলে জানান।

মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মালামাল আটক করে জব্দ করা হয়েছে। আর আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।