রবিবার , ২৩ মার্চ ২০২৫, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, বিকাল ৫:৩৭
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে সাংবাদিক হত্যা চেষ্টা মামলার প্রধান আসামী গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
মার্চ ২৩, ২০২৫ ৯:৪৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের গোয়াইনঘাট উপজেলার এক সাংবাদিক হত্যা চেষ্টা মামলার প্রধান আসামী হুমায়ুন আহম্মদকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব। শনিবার রাতে তাকে ঢাকার বংশাল থানাধীন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. হুমায়ুন আহম্মদ (৫২) সিলেটের গোয়াইনঘাট উপজেলার ছৈলাখেল ৮ম খন্ডের ডা. আব্দুল কাদিরের ছেলে।

র‌্যাব জানায়, র‌্যাব-৯ ও র‌্যাব-১০ এর একটি যৌথ আভিযানিক দল শনিবার রাত সাড়ে ১১ টায় ঢাকার বংশাল থানাধীন ৭৮/৩ সি নাজিমউদ্দিন রোড, চানখারপুল চৌরাস্তা এলাকায় একটি অভিযান পরিচালনা করে সিলেট জেলার গোয়াইনঘাট থানার এফআইআর নং-২৭, তারিখঃ ১৮/০৩/২০২৫ খ্রিঃ, ধারাঃ ১৪৩/৩৪২/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০; মূলে হত্যা চেষ্টা মামলার এজাহার নামীয় পলাতক প্রধান আসামী মো. হুমায়ুন আহম্মদকে (৫২) গ্রেপ্তার করে।

রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ। তিনি জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে সিলেট জেলার গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।