বুধবার , ৪ সেপ্টেম্বর ২০২৪, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৪৬
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে সড়কের পাশ থেকে ৪৫ বছরের অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট
সেপ্টেম্বর ৪, ২০২৪ ৬:১৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে সড়কের পাশ থেকে ৪৫ বছরের অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে সিলেট-তামাবিল মহাসড়কের বিসিক শিল্পনগরী এলাকা থেকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ। তবে অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি।

পুলিশ জানায়, বুধবার সকালে সিলেট-তামাবিল মহাসড়কের বিসিক শিল্পনগরী এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে আছে এমন খবরের ভিত্তিতে শাহপরান থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। পরে পুলিশ মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বলেন, স্থানীয়দের মাধ্যমে জানা যায় মারা যাওয়া ব্যক্তি ভবঘুরে ছিলেন। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি স্বাভাবিক মৃত্যু। ময়নাতদন্তের জন্য মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। আমরা মারা যাওয়া ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।