সোমবার , ৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ৭:৫১
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে লাইসেন্সবিহীন বিদেশী রিভলবার উদ্ধার

ডেস্ক রিপোর্ট
ফেব্রুয়ারি ৩, ২০২৫ ৭:২০ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের ওসমানীনগর থেকে লাইসেন্সবিহীন একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। রোববার রাতে ওসমানীনগর উপজেলার দয়ামীর গ্রামের দয়ামীর বাজার এলাকা থেকে এটি উদ্ধার করা হয়।

সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান সোহেল। তিনি জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিডি মূলে জব্দকৃত আলামত ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৯ জানায়, রোববার রাত ৯টার দিকে ওসমানীনগর থানার দয়ামীর গ্রামের দয়ামীর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী রিভলবার উদ্ধার করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।