শনিবার , ২১ সেপ্টেম্বর ২০২৪, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:০৩
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে বজ্রপাতে ৬ জনের মৃত্যু 

সিলেটের সকাল রিপোর্ট
সেপ্টেম্বর ২১, ২০২৪ ৯:৩৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে বজ্রপাতে ৬ জনের মৃত্যু হয়েছে। শনিবার জেলার জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলায় ২ জন করে ৪ জন এবং গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় ১ জন করে ২ জন মারা গেছেন। 

জানা যায়, বজ্রপাতে জৈন্তাপুর উপজেলায় পৃথক স্থানে দুজন নিহত হয়েছেন। শনিবার দুপুরে এই দুটি ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার নয়াগ্রাম আগফৌদ গ্রামের নুরুল হকের ছেলে নাহিদ আহমদ (১৭) ও ববরবন্দ গ্রামের কালা মিয়ার ছেলে আব্দুল মান্নান (৪৫)।

আব্দুল মান্নান মাঠে কৃষি কাজ করছিলেন। দুপর সাড়ে ১২টার দিকে বজ্রপাতে মাঠেই তিনি মৃত্যুবরণ করেন। আর নাহিদ বন্ধুর বাড়ি যাওয়ার জন্য বাড়ির বাইরে গেছিলেন। নদীর পাড়ে থাকাকালীন বজ্রপাত তার উপরে পড়লে তিনিও ঘটনাস্থলে মারা যান।

বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, তাদের লাশ সুরতহাল করে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ও বজ্রপাতে মারা যাওয়ার খবর পুরোপুরি নিশ্চিত হয়ে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে কানাইঘাট উপজেলায় বজ্রপাতে ২ জন মারা গেছেন। শনিবার দুপুরে তারা মারা যান।

তারা হলেন- উপজেলার লক্ষীপ্রসাদ ইউনিয়নের কেরকেরি গ্রামের আব্দুল মিয়ার ছেলে কালা মিয়া (৩০) ও পৌরসভার দুর্লভপুর গ্রামের তোতা মিয়ার ছেলে নুর উদ্দিন (৫৭)।

জানা যায়, নুর উদ্দিন (৫৭) বাড়ির পাশের নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা যান। এসময় তার সঙ্গে আরো ৩০/৪০ জন সেখানে গিয়েছিলেন। বজ্রপাতে সেখানে থাকা আরো ৪ জন আহত হয়েছেন। রাত ৯ টায় তাঁর লাশ দাফন করা হবে।

আর কালা মিয়া বাড়ির বাহিরে ছিলেন। বাড়ি যাওয়ার পথে তিনি বজ্রপাতে মারা যান। এশার নামাজের পর তার লাশ দাফন করা হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার। তিনি জানান, বজ্রপাতে দুইজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। তবে বিস্তারিত তথ্য এখনও পাইনি।

গোয়াইনঘাটের মধ্য জাফলং ইউনিয়নের ভিত্রিখেল হাওর গ্রামের আঃ রাজ্জাকের স্ত্রী রোকশানা বেগম(৪৭)। শনিবার দুপুরে নিজ বসতঘরে বজ্রপাতে নিহত হন গৃহিনী রোকশানা বেগম।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম জানান, নিহতের পরিবারকে দাফন-কাফন ও আনুষঙ্গিক খরচ নির্বাহের জন্য প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান কে অগ্রীম সরকারি আর্থিক সহায়তা হিসেবে বিশ হাজার টাকা প্রদানের জন্য বলা হয়েছে।

এদিকে, কোম্পানীগঞ্জ উপজেলায় বজ্রপাতে নিজামুল (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ইছাকলস ইউনিয়নের পুটামারা (পশ্চিম পাড়া) গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, শনিবার দুপুর ২টার দিকে নিজামুল বাড়ির পাশের হালছাবড়া হাওর থেকে হাঁস তাড়িয়ে বাড়িতে নিয়ে আসার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলে গুরুতর আহত হন৷ পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বদরুজ্জামান জানান, লাশ ওসমানীতে রয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।