রবিবার , ২৩ মার্চ ২০২৫, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, বিকাল ৫:৩৪
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে প্রায় ১০ লাখ টাকার ভারতীয় চকলেটসহ আটক- ৩

স্টাফ রিপোর্টার
মার্চ ২৩, ২০২৫ ৮:৩০ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে প্রায় ১০ লাখ টাকার ভারতীয় চকলেটসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

আটককৃতরা হলেন- ঢাকার ডেমরার মো. তৈয়ব আলীর ছেলে মো. নবী হোসেন (২০), তুরাগের মো. নবী হোসেনের ছেলে মো. আমিনুল ইসলাম (৩২) (ড্রাইভার), মো. তোফায়েল আহমদের ছেলে মো. সাইফুল ইসলাম তাইজুল (৩০), (হেলপার)।

পুলিশ জানায়, শনিবার সিলেট মহানগর পুলিশের শাহপরাণ (রহ.) থানাধীন বটেশ্বর জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলের সামনে পাকা রাস্তার উপরে চেকপোস্ট করাকালে সন্দেহজনক একটি মাইক্রোবাস আটক করা হয়। সেখানে তল্লাশী করে ৪২ টি কার্টুন 3D BURSTING BALL (ভারতীয় চকলেট), ১৩ টি কার্টুন Alioth 3D BURSTING BALL (ভারতীয় চকলেট), ২২ টি কার্টুন Arabin garden gummy Avengers 3D BURSTING BALL (ভারতীয় চকলেট), ৩৬০টি প্লাস্টিকের বয়ামে 3D BURSTING BALL (ভারতীয় চকলেট) উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৯৯ হাজার টাকা। এসময় ওই ট্রাকের চালক ও সহকারী সহ ৩ জনকে আটক করা হয়েছে।

মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা উক্ত চকলেটগুলো ভারতীয় সীমান্ত থেকে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে নিয়ে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।