দেশে প্রথমবারের মতো বৃটিশ কাউন্সিল-হেক্সাস আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার উদ্বোধন হয়েছে। সম্প্রতি হেক্সাস জিন্দাবাজারে এ সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বৃটিশ কাউন্সিলের রিজিওনাল বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর তালাল মির। উদ্বোধনী অনুষ্ঠানে বৃটিশ কাউন্সিলের এ কর্মকর্তা হেক্সাস জিন্দাবাজারের এ উদ্যোগকে স্বাগত জানান। বিশেষ করে আইইএলটিএস শিক্ষার্থীদের জন্য হেক্সাসের এইচআইসিইউ (হেক্সাস ইনটেনসিভ কেয়ার ইউনিট)-এর প্রশংসা করেন।
হেক্সাসের সিইও সুলতান আহমদ জানান, রেজিস্ট্রেশনের জন্য তাদের প্রতিষ্ঠানে একটি আলাদা কর্ণার রয়েছে। প্রতিদিন হেক্সাসের শিক্ষার্থীরা ছাড়াও অন্যান্য কোচিং সেন্টারের শিক্ষার্থীরা এখান থেকে আইইএলটিএস ফাইনাল পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করতে পারবে। শিক্ষার্থীরা যাতে আইইএলটিএস-এর প্রস্তুতি থেকে শুরু করে রেজিস্ট্রেশন-সবই যেন এক জায়গা থেকে করতে পারে-এজন্য এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান তিনি।
ইংরেজী ভাষা শেখার প্রতিষ্ঠান হেক্সাস এডুকেশন প্রতিষ্টিত হয় ২০০৭ সালে। এই মুহুর্তে ১৪ টি শাখার মাধ্যমে প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম পরিচালনা করছে। ২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ সালে হেক্সাস এডুকেশন ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি টপ পারফরমারের স্বীকৃতি অর্জন করার গৌরব অর্জন করেছে।