সিলেটে নাশকতা মামলার এক আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। সোমবার বিকেলে সিলেটের কোতোয়ালী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী সিলেট মহানগর সেচ্ছাসেবকলীগ নেতা ও নগরের সুবিদবাজার এলাকার রফিক আহমদের ছেলে নজরুল ইসলাম সিপার (৪৪)।
র্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল সাড়ে ৩ টায় সিলেটের কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ওই থানার নাশকতা মামলার পলাতক আসামী মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা নজরুল ইসলামকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান সোহেল জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামীকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও, উক্ত মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেপ্তারের লক্ষ্যে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।