সোমবার , ২৩ সেপ্টেম্বর ২০২৪, ২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ১২:৫৪

সিলেটে নাশকতা মামলার আসামী স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার

সিলেটের সকাল রিপোর্ট
সেপ্টেম্বর ২৩, ২০২৪ ৭:৪৫ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে নাশকতা মামলার এক আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। সোমবার বিকেলে সিলেটের কোতোয়ালী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামী সিলেট মহানগর সেচ্ছাসেবকলীগ নেতা ও নগরের সুবিদবাজার এলাকার রফিক আহমদের ছেলে নজরুল ইসলাম সিপার (৪৪)।

র‌্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল সাড়ে ৩ টায় সিলেটের কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ওই থানার নাশকতা মামলার পলাতক আসামী মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা নজরুল ইসলামকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান সোহেল জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামীকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও, উক্ত মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।