সিলেটে নাশকতা মামলার আসামী মো. রেদওয়ান আহমদ বাপ্পি (৪০) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। সোমবার দিবাগত রাত ৩ টা ২০ মিনিটে নগরের কোতোয়ালী থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত মো. রেদওয়ান আহমদ বাপ্পি (৪০) সিলেট নগরের শেখঘাট এলাকার বাসিন্দা মৃত মো. শহিদ উল্লাহর ছেলে। সে সিলেট মহানগর যুবলীগ নেতা।
র্যাব-৯ জানায়, সোমবার দিবাগত রাত ৩ টা ২০ মিনিটে নগরের কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে নাশকতা মামলার আসামী মো. রেদওয়ান আহমদ বাপ্পিকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মশিহুর রহমান সোহেল) বলেন, তাকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। উক্ত মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেপ্তারে চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।