সিলেটে এক ছাত্রলীগ নেতাকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে ছাত্র-জনতা। শনিবার বিকেলে সিলেটের চৌহাট্টায় ছাত্রজনতা তাকে ধরে পুলিশে দেন।
আটককৃত কাওসার আল মামুন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও ছাতক উপজেলার গোবিন্দগঞ্জের বাসিন্দা।
জানা যায়, সিলেটের চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে আওয়ামীলীগ নিষিদ্ধের দাবীতে গণজমায়েত। সেখানে হঠাৎ কাওসার আল মামুন উপস্থিত হলে ছাত্রজনতা চিনতে পেরে তাকে ধরে গণধোলাই দেন। পরে তারা ধরে পুলিশে দেন।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, ছাত্রজনতা মারধর করলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। সে ছাত্রলীগ করতো। তার বিরুদ্ধে সুনামগঞ্জে একটি মামলার খবর পেয়েছি। আমরা খোঁজখবর নিচ্ছি। বর্তমানে সে থানায় আছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।