সিলেটে ভারতীয় মহিষ, চিনি, মদ সহ বাংলাদেশি রসুন আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সোমবার সিলেট ও সুনামগঞ্জ ও সিলে থেকে এগুলো আটক করে বিজিবি-৪৮ ব্যাটালিয়ন।
বিজিবি জানায়, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল সুনামগঞ্জের ছাতক উপজেলার সীমান্তবর্তী এলাকা ছনখইর থেকে ১৬ টি বড় আকারের ভারতীয় মহিষ আটক করে।
এছাড়াও সিলেটের গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ৫৩৮ বস্তা ভারতীয় চিনি যেগুলোর ওজন ২৬ হাজার ৯০০ কেজি, ১৬৭ বোতল ভারতীয় মদ, ১ হাজার কেজি বাংলাদেশী রসুন আটক করেছে। যেগুলোর আনুমানিক বাজারমূল্য ৯৫ লাখ ৩৮ হাজার কোটি টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সীমান্তবর্তী এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এ সকল চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত ভারতীয় মহিষ কাস্টমসে জমা করে নিলাম কার্যক্রম সম্পন্ন করা হবে এবং অন্যান্য চোরাচালানী মালামাল স্থানীয় কাস্টমস্ এ জমা করা হবে।