এইচএসসি ও সমমানের ১ম দিনের পরীক্ষায় সিলেট শিক্ষাবোর্ডে ৮২৪ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। তবে এদিন কোন শিক্ষার্থী বহিষ্কার হননি।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে সিলেট শিক্ষা বোর্ড জানায়, বাংলা ১ম পত্রে সিলেট শিক্ষাবোর্ডে মোট ৬২ হাজার ৮১৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৬১ হাজার ৯৯৩ পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুপস্থিত শিক্ষার্থী সংখ্যা ৮২৪ জন। প্রথম পরীক্ষায় অনুপস্থিত পরীক্ষার্থীর হার ১.৩১%।
এরমধ্যে সিলেট জেলায় ২৮ হাজার শিক্ষার্থীর মধ্যে ৩২৩ জন, হবিগঞ্জ জেলায় ১০ হাজার ৩৯২ জনের মধ্যে ১৪৩ জন, মৌলভীবাজারে ১২ হাজার ২১৯ জনের মধ্যে ১৫৬ জন ও সুনামগঞ্জে ১১ হাজার ৫৭৭ জনের মধ্যে ২০২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
৮৮ টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা সুষ্ঠুভাবে হয়েছে বলে জানান সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. সাইফুল ইসলাম।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
