সিলেট জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সমিতির সদস্য অ্যাডভোকেট এ.কে.এম. কাউছার আহমদকে ছুরিকাঘাতকারীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরীর (আবদাল) সভাপতিত্বে মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জোবায়ের বখ্ত জুবের।
আইনজীবী সমিতির যুগ্ম-সম্পাদক-১ অ্যাভোকেট মো. অহিদুর রহমান চৌধুরী ও যুগ্ম-সম্পাদক-২ অ্যাভোকেট মো. রব নেওয়াজ রানার সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি ও সাবেক বার কাউন্সিল সদস্য অ্যাভোকেট এ.এফ. মো. রুহুল আমীন চৌধুরী (মিন্টু), কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিনিয়র আইনজীবী অ্যাভোকেট কল্যাণ চৌধুরী, অ্যাভোকেট আলীম উদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক-১ অ্যাভোকেট দেলোয়ার হোসেন দিলু, সাবেক যুগ্ম সম্পাদক-১ অ্যাভোকেট সলমান উদ্দিন, সিলেট জেলা আইনজীবী সমিতির সহ সম্পাদক অ্যাভোকেট কাওছার আহমদ, অ্যাভোকেট শেখ মো. আবুল হাসনাত প্রমুখ।
এসময় তারা বলেন, সিলেট জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সমিতির সদস্য অ্যাডভোকেট এ.কে.এম. কাউছার আহমদকে ছুরিকাঘাতকারীদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। তা নাহলে আমরা কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবো।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাভোকেট মো. ইরফানুজ্জামান চৌধুরী, কার্যনির্বাহী কমিটির সদস্য সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক অ্যাভোকেট মোহাম্মদ মিজানুর রহমান, সহ-সম্পাদক অ্যাভোকেট এমাদ উদ্দিন মোহাম্মদ এমদাদ, অ্যাভোকেট সাহেদ আহমদ ও সাবেক যুগ্ম সম্পাদক-১ অ্যাভোকেট মো. আব্দুস ছত্তার, সাবেক যুগ্ম সম্পাদক-১ অ্যাভোকেট মো. হুমায়ুন রশিদ সোয়েব এবং সমিতির সাবেক সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক সহ প্রায় শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।
এর আগে গত ৯ মে সকাল আনুমানিক সাড়ে ১০ টায় নগরের শামীমাবাদের বাসায় অজ্ঞাতনামা ৫/৬ জন দুস্কৃতিকারী ছুরিকাঘাতসহ মারধর করেন অ্যাডভোকেট এ.কে.এম. কাউছার আহমদকে। এতে তিনি গুরুতর আহত হয়ে মূমুর্ষ অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছেন।
পরে তার স্ত্রী অ্যাডভোকেট মেঘলা আহমেদ বাদী হয়ে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করলে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে।