বৃহস্পতিবার , ৩১ অক্টোবর ২০২৪, ২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ১২:৩৫

সিলেটের জেল সুপার হালিমা বদলি

ডেস্ক রিপোর্ট
অক্টোবর ৩১, ২০২৪ ১২:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (চলতি দায়িত্ব) হালিমা খাতুনকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (চলতি দায়িত্ব) হিসেবে বদলি করা হয়েছে। আর সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (চলতি দায়িত্ব) প্রশান্ত কুমার বণিককে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কারা -১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ বদলি আদেশ দেয়া হয়। আদেশে একই সাথে দেশের আরও সাত জেল সুপারকে বদলি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।