সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৫ এপ্রিল) সিলেটের এক অভিজাত রেস্তোরাঁয় এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির সভাপতি এম রফিকুল হকের সভাপতিত্বে ও ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আবুল খায়ের এর সঞ্চালনায় ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, এমসি কলেজের অর্থনীতি বিভাগের প্রধান তোতিউর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. মাহফুজুর রহমান, সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির সাধারণ এড. কামাল হোসেন, সিলেট জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. আজমল আলী, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো: সিরাজুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন, সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির উপদেষ্টা ও বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য নুরুল আমিন, কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সাহিদুল ইসলাম, সিলেট চেম্বার অব কমার্সের পরিচালক মুজিবুর রহমান মিন্টু, সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির সহ সভাপতি হাবিবুর রহমান ভুট্টো, হুমায়ুন কবির মছব্বির, যুগ্ম সম্পাদক এড. শাহ জাহান চৌধুরী, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হেলালসহ সিলেটে বসবাসরত কোম্পানীগঞ্জের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
ইফতার মাহফিলে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও দোয়া করেন সিলেট জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা এহসান উদ্দিন।